জেলা

‘জনস্বাস্থ্য কারিগরি ও ভূমিদপ্তর ঘুঘুর বাসা’, বাঁকুড়ার জেলা প্রশাসনিক বৈঠকে তীব্র ক্ষোভ মুখ্যমন্ত্রীর

বাঁকুড়াঃ বাঁকুড়ায় জেলা প্রশাসনিক বৈঠকে জনস্বাস্থ্য কারিগরি ও ভূমিদপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘জনস্বাস্থ্য কারিগরি ও ভূমিদপ্তর ঘুঘুর বাসা। তা ভাঙতেই হবে।’ অসৎ কিছু ঠিকাদারদের জন্য সমস্যা হচ্ছে বলে জানান তিনি। এদিন বৈঠক চলাকালীন সারেঙ্গায় জলাধার ভেঙে পড়ার প্রসঙ্গ ওঠে। তখন মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেন। ঠিকাদারদের সম্পত্তি ক্রোক করে ক্ষতিপূরণ নেওয়ার জন্য প্রয়োজনীয় আইন আনবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জবাবে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, সারেঙ্গার ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে।  এছাড়া মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অডিটোরিয়াম তৈরির জন্য পূর্ত দপ্তর বেশি টাকা খরচ করছে ৷ সেজন্য বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক খেকে আধিকারিকদের ধমকও দেন ৷ বলেন, “একটি অডিটোরিয়াম তৈরি করতে কত টাকা লাগে তা আমাকে শিখিয়ো না ৷ আমি কলকাতায় করেছি ৷”