কলকাতা

জল সংরক্ষণের জন্য সাধারণ নাগরিকদের উদ্যোগী হওয়ার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতাঃ ভারতে একাধিক জায়গায় প্রবল জলসংকট দেখা দিয়েছে । এখনই সচেতন না হলে ভবিষ্যতে কলকাতাতেও জলের জন্য হাহাকার পড়বে । তাই জল সচেতনতা বাড়াতে জোড়াসাঁকো থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী মেয়ো রোডে বক্তব্য রাখেন । চেন্নাইয়ের জলসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে জল সংরক্ষণের আর্জি জানান । বলেন, “অনেকে বলছেন, ২০ বছর পর পেট্রলের থেকে জলের দাম বেশি হয়ে যাবে । তাই যতটুকু (জল) প্রয়োজন ততটুকু ব্যবহার করব ।” কখন কলকাতায় জলের সংকট দেখা দেবে সেজন্য অপেক্ষা না করে আগেভাগেই জল সংরক্ষণে জোর দিতে বলেন । শরীর খারাপের সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আগে থেকে তৈরি থাকতে হবে ।” মুখ্যমন্ত্রীর বলেন, রাজ্য সরকার অনেকদিন ধরেই জল সংরক্ষণের জন্য একাধিক পদক্ষেপ করেছে । তিনি বলেন, “জল ধরো, জল ভরো কর্মসূচি দীর্ঘদিন ধরে চলছে । ২০০৮ সালে শুরু করেছি ।” মুখ্যমন্ত্রী জানান, ২০১১ সালে তৃণমূলের ইস্তাহারে ৫০ হাজার পুকুর কাটার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । ক্ষমতায় এসে পরবর্তী ৫ বছরে দেড় লাখ পুকুর কাটা হয়েছে । আর এখন সংখ্যাটা বেড়ে তিন লাখ হয়েছে । মুখ্যমন্ত্রী চান, জল সংরক্ষণের এই দৃষ্টান্ত বাংলা থেকেই শুরু হোক । তিনি বলেন, “বাংলা আজ যা ভাবে, সারা পৃথিবী কাল তা ভাবে । আমরা শুরু করে দিলাম, শেষটা অন্যরা করুক । এবার থেকে প্রতি বছর ১২জুলাই জল ভরো দিবস পালন হবে ।”