জেলা

জামিন পেলেন এস এম এইচ মির্জা

নারদ কান্ডে পুলিশ প্রথমবার গ্রেপ্তার করেছিল এস এম এইচ মির্জাকে। আজ অন্তর্বর্তীকালীন জামিন পেলেন মির্জা। প্রেসিডেন্সি সংশোধনাগারে এতদিন বন্দি ছিলেন তিনি। এবার এই জামিন পাওয়ার পরে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পেতে চলেছেন মির্জা। আজ ব্যাঙ্কশাল কোর্টে সিবিআইয়ের বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। প্রসঙ্গত মির্জা গ্রেপ্তার হওয়ার ৫৬ দিনের মাথায় তাঁর জামিন মঞ্জুর হল। ২০১৪সালের লোকসভা নির্বাচনের আগে নারদের স্টিং অপারেশনে’ উঠে এসেছিল মির্জার নাম। মির্জার দাবি তাকে এই কেসে ইচ্ছাকৃতভাবে ফাসানো হয়েছে।