দেশ

জালনোটের কারবারের নয়া ছক কষছে ডি-কোম্পানি

এবার নতুন পথে জালনোটের কারবারের ছক কষেছে দাউদ। কিছুদিন আগে নেপাল থেকে জালনোট সমেত ধরা পড়ে ইউনিস আনসারি। জাতীয় তদন্তকারি সংস্থা (‌এনআইএ)‌ সূত্রে খবর, দাউদের সঙ্গে এবং আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল ইউনিসের। এই ইউনিসকে জেরা করে তিনজন পাক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মহম্মদ আখতার, নাদিয়া আনোয়ার এবং নাসিরুদ্দিন এই জালনোটের কারবারের সঙ্গে যুক্ত। এনআইএ আধিকারিকরা এই তিনজনকে জেরা করে জানতে পেরেছেন জালনোট ছড়ানোর কাজে নেপাল সীমান্তকেই বেছে নেওয়া হয়েছে। এমনকী বাংলাদেশ সীমান্তকেও ব্যবহার করে এই কাজ চালানোর ছক কষা হয়েছে। তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ থেকে এক চক্রী গ্রেপ্তার হয়ে যায়। তার কাছ থেকে ১০ লক্ষ টাকা জালনোট উদ্ধার করা হয়েছে। গুজরাট থেকেও এক জালনোট কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া গুরুগ্রাম-সহ অন্যান্য রাজ্য থেকে জালনোট কারবারিদের গ্রেপ্তার করা চলছে। যার ফলে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে কোম্পানির কর্ণধার দাউদ ইব্রাহিম। তাই নাশকতা এবং জালনোটের কারবার অনেকদিন ধরেই থমকে গিয়েছে। এবার তাই নতুন পথ ধরে জালনোটের কারবারের ছক কষেছে দাউদ। এনআইএ সূত্রে খবর, এই কাজের জন্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে আঁতাত গড়ে তুলেছে দাউদের ডি-কোম্পানি।