কলকাতা

টলমল টালা ব্রিজ দুর্বলই, বন্ধ হতে পারে বাস চলাচল

কলকাতাঃ টালা সেতু দুর্বল । আজ এই সেতু নিয়ে বৈঠকের পর এমনটাই জানাল পূর্ত দফতর। তাই টালা সেতু দিয়ে বাস বা ভারী গাড়ি আগামী দিনে চলবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার। শহর কলকাতার সব ফ্লাইওভার গুলির স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে টালা সেতুর ভগ্নদশার চিত্র ফুটে ওঠে সরকারি ইঞ্জিনিয়ারদের সামনে। দীর্ঘদিন কোনও মেরামতি হয়নি। সেতুর গায়ে যত্রতত্র গজিয়ে ওঠা গাছগাছালি। তাদের শিকড়ের জন্য ফাটল সৃষ্টি হয়েছে সেতুতে। যার ফলে এই সেতু ভারী যান চলাচলের অনুপযুক্ত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে বুধবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কেএমডিএ, কলকাতা পুরসভা ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন রাইটসের বিশেষজ্ঞরাও। বৈঠকে কলকাতা পুলিশ কর্তাদেরও ডেকে পাঠানো হয়েছিল। বৈঠকের পর ওই চার সংস্থাকে টালা সেতু মেরামতি করার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই চার সংস্থা বৃহস্পতিবার সেতুর অবস্থা আরও ভালভাবে খতিয়ে দেখে জানাবেন :আলা সেতু আদৌ ভারি যান চলাচলের উপযুক্ত কি না। প্রসঙ্গত আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে,  সেতুর তিনদিকে তিনটি হাইটবার বসানো হবে। চিৎপুরের দিকে অ্যাপ্রোচ রোডেও বসবে হাইটবার। এর জন্য খরচ হবে ২৬ লক্ষ টাকা।