মালদা

টানা পাঁচ দিনের বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ব্যাহত চিকিৎসা পরিষেবা

হক জাফর ইমাম, মালদা: টানা পাঁচ দিনের বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা। প্রায় এক সপ্তাহ জুড়ে মালদা জেলায় ব্যাপক বৃষ্টি চলছে দেখা নাই সূর্যের। আগেই জলমগ্ন হয়ে পড়েছিল একাধিক এলাকা। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে এবার জলমগ্ন হয়ে পড়ল মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্বর। জল ডুকে পড়ল একাধিক ওয়ার্ডেও। বৃষ্টির জল ডুকে পড়ল হাসপাতালের অপারেশন থিয়েটারে। হাঁটু জলের মধ্যে রোগীর অস্ত্রপচার করছেন চিকিৎসকেরা। জলের তলায় মেডিকেলের নীচের মেল মেডিকেল ও ফিমেল মেডিকেল ওর্যাড। নোংরা জল গোটা হাসপাতালে। জলের মধ্যে রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আত্মীয়দের। ট্রলি করে রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিবারকে। মেডিসিন ওর্য়াডের নীচে থাকা রোগীদের তড়িঘড়ি অন্যত্র সরিয়ে নেয় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে কতৃপক্ষ।কথায় বলে গোদের ওপর বিষফোঁড়া, মালদা জেলা প্রশাসনের অবস্থা ঠিক এমনই গত ক’দিন ধরেই রতুয়া এবং মানিকচক ব্লকের বিভিন্ন অঞ্চল ভেসে যাওয়ায় ৩০ হাজার লোক জলমগ্ন হয়ে পড়েছে সেই পরিস্থিতি সামাল দেওয়া এখনো হয়ে ওঠেনি প্রশাসনের। এরই মধ্যে কদিনের টানা বৃষ্টিতে জল ঢুকে পরল শহরের বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে। যেমন ২৯ নম্বর ওয়ার্ড ,তিন নম্বর ওয়ার্ড ,২৮ নম্বর ওয়ার্ড ,২৪ নং ওয়ার্ড এছাড়াও বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে শহরের দুই নং গভমেন্ট কলোনি প্রান্ত পল্লী রবীন্দ্রপল্লী সুভাষপল্লী বালুচরের কিছু অংশ। বৃষ্টির কারণ বাড়ি থেকে বেরোতে পারছেনা সাধারণ মানুষ । জিনিসপত্র পারাপার করতে ব্যস্ত সবাই। ইংরেজবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দোলন চাকি বলেন, ইংরেজ বাজার পৌরসভার গাফিলতির কারণে আজ মালদা শহর জলমগ্ন নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে । এছাড়াও ইরিগেশন পি ডাবলু ডি পৌরসভা কোন দপ্তরে কাজ করছেনা মালদায়, ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। এই ধরনের-বৃষ্টি আগেও হয়েছে, এই বছরই ব্যতিক্রম কোন জল কোথাও নামছে না যার জন্য জলমগ্ন হয়ে রয়েছে শহরে।