অমিত শাহের চ্যালেঞ্জ গ্রহণ করলেন মায়াবতী। লখনউয়ের মাটিতে দাঁড়িয়ে সিএএ নিয়ে জনতার দরবারে আলোচনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, রাহুল গান্ধীদের চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর ২৪ ঘণ্টার মধ্যেই মোদী সেনাপতির চ্যালেঞ্জ গ্রহণ করে বসপা সুপ্রিমো বললেন, ”যে কোনও জায়গায়, যে কোনও ফোরামে ডিবেট করতে প্রস্তুত”। এ প্রসঙ্গে এদিন টুইটারে মায়াবতী লেখেন, ”সিএএ-এনআরসি-এনপিআর ইস্যুতে গোটা দেশে বিক্ষোভ চলছে। এ ইস্যুতে বিরোধীদের ডিবেটে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে সরকার। বসপা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। যে কোনও জায়গায়, যে কোনও ফোরামে ডিবেট করতে প্রস্তুত”।