ইরানের মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি সঠিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তবে তাদের দাবি ড্রোনটি ইরানের সীমায় নয়, বরং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সমুদ্রসীমায় ছিল। এ ঘটনাকে ‘উসকানি’ বলেও বর্ণনা করেছে মার্কিন সেনাবাহিনী। আজ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান। পারস্য উপসাগর ও ওমান উপসাগর উপকূলের হরমুজগান প্রদেশে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে জানায় ইরানের সামরিক বাহিনীর অভিজাত ও প্রভাবশালী শাখা রেভ্যুলুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)।