হক জাফর ইমাম, মালদা: তৃণমূলকর্মীর জমির ফসল নষ্ট ও বিজেপির পতাকা লাগিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর গ্রামে।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আড়াই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলেন এলাকার কৃষক জম্মজয় মন্ডল। এক লক্ষ টাকা ঋণ নিয়ে এই চাষ করেছিলেন তিনি। কিন্তু রবিবার সকালে জমিতে গিয়ে লক্ষ্য করেন জমির ফসল নষ্ট করে, সেখানে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। জন্মজয় তথা গ্রামবাসীদের অভিযোগ, রাতে অন্ধকারে ঘটনাটি ঘটিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার বিবরন দিয়ে মানিকচক থানাতে অভিযোগও দায়ের করেছেন জন্মজয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা মানিকচক থানার পুলিশ।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এমন কাজ করেছেন স্থানীয় বিজেপির কর্মীরা। পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্যদিকে বিজেপির নেতৃত্বরা ঘটনার সত্যতা অস্বীকার করেছেন। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।