জেলা

তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা আনিসুর রহমান

পূর্ব মেদিনীপুরঃ তৃণমূল নেতা কুরবান শা খুনের ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমান ও তাঁর সঙ্গী মোবারক করিম খানকে গতকাল রাতে মেচেদা স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ । আনিসুর এই মামলায় প্রধান অভিযুক্ত । আজ তমলুক আদালতে তাঁদের তোলা হয় ৷ নবমীর রাতে অর্থাৎ ৯ অক্টোবর মাইশরার দলীয় কার্যালয়ে খুন হন পাঁশকুড়ার ব্লক তৃণমূল কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শা (৩২) ৷ এই ঘটনায় বিজেপি নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল নেতৃত্ব এবং কুরবানের পরিবার ।আনিসুরের বিরুদ্ধে দায়ের হয়েছিল খুনের অভিযোগ । SIT গঠন করে তদন্তে নামে পুলিশ । তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ খালেককে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয় আরও ৫ জনকে । পুলিশ দাবি করেছিল, ওই পাঁচজনের মধ্যে সেই সুপারি কিলারও রয়েছে যাকে খুনের জন্য ভাড়া করা হয়েছিল । তারপর গতকাল রাতে ধরা পড়ে আনিসুর ও মোবারক। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার বলেন, “ঘটনার প্রধান অভিযুক্ত আনিসুরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাঁর ছায়াসঙ্গী শেখ মোবারকও ধরা পড়েছে । এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হল । আনিসুরই এই খুনের মাস্টার মাইন্ড । বাকিরা তাঁর পরিকল্পনা মতো কাজ করেছে । এই ঘটনায় যুক্ত আরও কয়েকজনকে দ্রুত ধরে ফেলা হবে । “