দেশ

দিদি হারলেন ভাইয়ের কাছে, কান্নায় ভেঙে পড়লেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী

ভাইয়ের কাছে হারতে হল দিদিকে। আর ভোটে হেরে কান্না জুড়ে দিলেন মহারাষ্ট্রের বিদায়ী সরকারের গ্রামোন্নয়ন ও নারী-শিশুকল্যাণ দফতরের মন্ত্রী তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপীনাথ মুণ্ডের মেয়ে পঙ্কজা মুণ্ডে। এই ভোটেও তাঁকে পার্লি কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। আর বিরোধী প্রার্থী হিসেবে তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাঁর তুতো ভাই ধনঞ্জয় মুণ্ডে। তৃতীয় রাউণ্ড পর্যন্ত এগিয়ে ছিলেন পঙ্কজা। কিন্তু বেলা বাড়তেই ঘুরতে শুরু করে খেলা। শেষ পর্যন্ত হেরেই যেতে হল তাঁকে। মহারাষ্ট্রে যদিও নিজেদের গড় রক্ষা করতে পেরেছে বিজেপি–শিবসেনা জোট। কিন্তু বিধানসভা ভোটে কংগ্রেস–এনসিপি জোটের বিপুল উত্থান শাসক জোটের কপালে চিন্তার ভাঁজ গভীর করে তুলেছে। বিশেষ করে হেভিওয়েট প্রার্থীদের হার বা পিছিয়ে থাকা সেই ভাঁজ আরও বাড়িয়েছে। লাটুরের দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন প্রয়াত প্রাক্তন মুখমন্ত্রী বিলাসরাও দেশমুখের দুই ছেলে। লাটুর শহর কেন্দ্র থেকে জিতে গিয়েছেন কংগ্রেসের অমিত দেশমুখ। লাটুর গ্রামীণ কেন্দ্রে জিতেছেন কংগ্রেসের ধীরজ দেশমুখ। পারলি কেন্দ্র থেকে এনসিপি–র ধনঞ্জয় মুন্ডের কাছে হেরেছেন বিজেপির পঙ্কজা মুন্ডে। তাঁর প্রাপ্ত ভোট ৯১০৩১।