দেশ

দিল্লিতে বিদ্যুত্‍ ‘ফ্রি’ করে দিলেন কেজরিওয়াল

ইন্দ্রনীল সেন, নয়াদিল্লিঃ  দিল্লিতে বিধানসভা নির্বাচন ২০২০ সালে। তার আগে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন কেজরিওয়াল।  ২০০ ইউনিট পর্যন্ত দিল্লিতে মিটারে বিল এলে বিদ্যুতের খরচ দিতে হবে না। ঘোষণা করলেন তিনি। আর যাদের মাসে বিদ্যুত্‍ ২০০ ইউনিটের বেশি আসে তাদের খরচ অর্ধেক করে দেওয়া হবে। ৪০০ ইউনিট পর্যন্ত খরচ অর্ধেক হয়ে যাবে। এতদিন ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের খরচ ইউনিট প্রতি ৩ টাকা ছিল। এবার থেকে নতুন নিয়মে প্রতি ঘরের ৬০০ টাকা করে বাঁচিয়ে দিলেন কেজরি।