দেশ

দ্বিতীয় চন্দ্রযান অভিযান নেপথ্যে ২ ভারতীয় মহিলা বৈজ্ঞানিক

নয়াদিল্লিঃ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ভারত। আজ ভারতের দ্বিতীয় চন্দ্রযান অভিযান । ১৫ জুলাই ভোররাত ২:৫১ মিনিটে শ্রীহরিকোটা থেকে উত্‍ক্ষেপণ হবে। চাঁদের দক্ষিণমেরুতে নামবে ‘বিক্রম’ও এটাই চাঁদে প্রথম ‘সফট-ল্যান্ডিং’। চাঁদে রোভার যান ‘প্রজ্ঞান’ ঘুরবে ১৪ দিন ও সম্ভবত জানা যাবে চাঁদের জন্মকথা। আর এই ঐতিহাসিক মুহূর্তের নেপথ্যে রয়েছেন দুই জন মহিলা, আইএসআরও-এর ইতিহাসেও যা প্রথম । চন্দ্রায়ন ২ প্রোজেক্ট ডিরেক্টরের মধ্যে একজন হলেন মুথাইয়া ভনিথা । পেশায় একজন ইলেকট্রনিকস সিস্টেমস ইঞ্জিনিয়র । অন্য জন হলেন ঋতু করিধাল। পেশায় তিনি একজন এইরোস্পেস ইঞ্জিনিয়র ।