ধর্মঘটের দিন বিকেলে মালদার সুজাপুরে চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে দেখা যায়, মালদহের সুজাপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা গাড়িতে পুলিসই ভাঙচুর চালাচ্ছে। বন্দুকের বাঁটে দিয়ে ভাঙা হচ্ছে গাড়ির কাঁচ। গোটা ঘটনায় সরকারে দিকে একযোগে আঙুল তুলেছে সিপিএম-কংগ্রেস। ভিডিয়োটির সত্যতা স্বীকার করে নিয়েছে মালদহের পুলিস সুপার। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। সুজাপুরে পুলিসের ভাঙচুরের ঘটনায় সিপিএম-কংগ্রেসের অভিযোগ, উত্তরপ্রদেশের যোগী সরকারের কায়দায় চলছে বাংলার উর্দিধারীরা। ধর্মঘটীদের ওপর দোষ চাপাতে পুলিসই ভাঙছে গাড়ি। স্থানীয় তৃণমূল নেতারা এই অভিযোগ মানতে না চাইলেও পুলিসই যে গাড়ি ভেঙেছে তা মেনে নিয়েছেন খোদ পুলিস সুপার। অলোক রাজোরিয়া বলেন, ”কয়েকজন কনস্টেবল ভাঙচুর করেছে। দোষী পুলিসকর্মীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।” দেখুন সেই ভাইরাল ভিডিও –