ধর্মীয় উগ্রবাদের শিকার ঝাড়খন্ডের তরুণ তাবরেজ আনসারির (২৪) হত্যা মামলায় অভিযুক্ত ১১ আসামির সবাইকে খুনের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, গণপিটুনি নয়, হার্ট অ্যাটাকে তাবরেজের মৃত্যু ঘটেছে। ঝাড়খন্ডের পুলিশপ্রধান কার্তিক এস বলেন, ‘মেডিক্যাল রিপোর্টে খুনের স্বপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে খুন তো দূরে থাক অনিচ্ছাকৃত খুনের মামলাও চালাতে পারবো না।’ পুলিশ সূত্রমতে, তাবরেজ হত্যা মামলায় এর আগেও ময়নাতদন্ত চালানো হয়। সেই রিপোর্টেও মৃত্যুর কারণ একই বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে কার্তিক জানান, প্রথমবার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর দ্বিতীয়বার তারা আরও উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত নেন এবং তারাও সেই একই মত দেন। তাবরেজের পরিবারের অভিযোগ, পিটিয়ে তার মাথা থেঁতলে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তাদের দাবি, মেডিক্যাল রিপোর্ট অনুযায়ীই তারা ব্যবস্থা নিয়েছেন।