দেশ

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল

বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনে যোগ দিতে আগামী সপ্তাহেই বাংলাদেশ যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে, সেই সফর বাতিল হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। করোনা ভাইরাসের জেরেই এই সফর বাতিল বলে জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়, করোনার থাবায় গোটা বিশ্ব। জমায়েত থেকে মারণ জীবাণু ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা। পরিস্থিতি বিচার করে তাই ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠান বাতিল করে দেয় বাংলাদেশ। জানানো হয়েছে ওই অনুষ্ঠান পরে হবে। আগামী ১৭ মার্চ ঢাকা যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা মুজিব কন্যা শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি মোদি-হাসিনা বৈঠকেরও কথা ছিল বলে খবর।