দেশ

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক জার্মান চ্যান্সেলরের

নয়াদিল্লিঃ আজ প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ও অন্যান্য বিষয়ে বোঝাপড়া বাড়াতে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদি-মের্কেলের। দুই দেশের মধ্যে প্রায় ২০টি চুক্তি স্বাক্ষর করা হবে বলে মনে করা হচ্ছে। গতরাতেই রাতে দিল্লি পৌঁছান জার্মান চ্যান্সেলর। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পাশাপাশি দুদেশের মধ্যে প্রায় ২০টি চুক্তি স্বাক্ষর করার কথা তাঁর। এর আগে গত জুন

মাসে জাপানের ওসাকায় জি-২০-র শীর্ষ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন মোদী ও মের্কেল। আজ সকালে মের্কেলকে রাষ্ট্রপতিভবনে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীকে তিনি শ্রদ্ধা জানান। প্রতিরক্ষা এবং নিরাপত্তা ছাড়াও আজ অপ্রচলিত শক্তি, জলসম্পদ, শিক্ষা, রেল-প্রযুক্তির মতো ক্ষেত্রগুলি নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে।