জেলা

নেতাজির জন্মদিনকে ফের জাতীয় ছুটি ঘোষণার দাবি মুখ্যমন্ত্রীর

দার্জিলিংঃ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের জাতীয় ছুটির দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নেতাজির জন্মদিনেও কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে মমতা বললেন, ‘দেশের মাটি সবচেয়ে প্রিয়৷ তুফান এলেও লড়ব৷’ কেন্দ্রকে একহাত নিয়ে মমতা বললেন, ‘প্ল্যানিং কমিশন উঠিয়ে দিয়েছে৷ রাজ্যের কথা বলার জায়গা নেই৷ দেশের নেতার সেই ভালোবাসা আর নেই৷ গরিবের প্রতি ভালোবাসা থাকতে হয়৷ হিন্দুর নামে হিন্দু ধর্মের বদনাম৷ দেশকে যিনি নেতৃত্ব দেন, তিনিই নেতা৷’ সিএএ ও এনআরসি-র প্রতিবাদে বুধবার ভানুভবন থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন তৃণমূলমন্ত্রী। অমিত শাহের সিএএ চ্যাঞ্জের পালটা জবাবও দেন। কৌশলে বুঝিয়ে দেন, ভোটে না জিতলেও তিনি পাহাড়ের পাশেই থাকছেন। সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিরোধিতায় বুধবার দার্জিলিং পাহাড়ে মিছিল করেন তৃণমূল নেত্রী। ভানুভবনের সামনে থেকে দার্জিলিং মোটরস্ট্যান্ড পর্যন্ত পাঁচ কিলোমিটারের রাস্তায়, মমতা যত এগিয়েছেন, ততই বেড়েছে ভিড়ের বহর। মিছিল শেষে মোটরস্ট্যান্ডের সভা থেকে গেরুয়া শিবিরকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। ফের দাবি তোলেন সিএএ প্রত্যাহারের। এদিন দার্জিলিং ম্যালে শুরু হল নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।