কলকাতা

নোবেলজয়ীকে সম্মান জানাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার

কলকাতা: সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। তবে কবে-কোথায় এই অনুষ্ঠান হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।কলকাতার সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের খবর পেয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন, “অর্থনীতিতে নোবেল জয়ের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। আরেক বাঙালি দেশকে গর্বিত করলেন। আমরা উচ্ছ্বসিত।” অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, চলতি মাসেই দেশে ফিরছেন তাঁর নোবেলজয়ী ছেলে। দিল্লিতে একটি বইপ্রকাশ অনুষ্ঠান রয়েছে অভিজিৎ-এর। তারপরই একদিনের জন্য কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। সম্ভবত, তখনই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।