কোচবিহারঃ লোকসভা ভোটের ফলে কোচবিহার জিতেছে বিজেপি। তারপর থেকেই শুরু হয়ে যায় রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেই সংঘর্ষ মাঝেমধ্যেই চলছে। এই আবহেই শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জ ব্লক। দুই পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয় সংঘর্ষ।তুফানগঞ্জ ব্লকের রামপুর ১ এবং ২ গ্রাম পঞ্চায়েতের দখল রাখাই ছিল দুই দলের উদ্দেশ্য। এই নিয়ে শুক্রবার সকাল থেকেই মারমুখী হয়ে ওঠে দুই দলের সমর্থকরা। সংঘর্ষ বড় আকার ধারণ করলে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশবাহিনী। নামানো হয় র্যাফও। দুই গোষ্ঠীর মধ্যে ব্যারিকেড গড়ে দুই দলকে আলাদা করার চেষ্টা করলে পুলিশের ওপরও ইট পাটকেল ছোড়া হয়। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়া সমর্থকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পথ চলতি মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। জানা গিয়েছে পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। তবে ওই দুই গ্রাম পঞ্চায়েত এলাকাতেই টহলদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।