জেলা

পাচারের আগেই উদ্ধার প্যাঙ্গোলিন, ধৃত ৫

জলপাইগুড়ি: পাচারের আগেই লুপ্তপ্রায় প্যাঙ্গোলিন উদ্ধার করল বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল ফোর্স।  বিস্কুটের পেটিতে লুকিয়েও শেষরক্ষা হোলোনা। এবারে ভুটান থেকে বাংলাদেশ পাচারের পথে ডুয়ার্সে উদ্ধার প্যাঙ্গোলিন। বনদফতরের টাস্কফোর্স এর অভিযানে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার গাড়ির ভেতরে বিক্সুটের পেটিতে জীবন্ত প্যাঙ্গোলিন। ধৃতরা স্বীকার করে ভুটানের জঙ্গলে প্যাঙ্গোলিনটিকে ধরা হয়েছিল। শিলিগুড়ি হয়ে সেটিকে বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বাংলাদেশে প্যাঙ্গোলিনটিকে ৬ লক্ষ টাকায় বিক্রি করা হত বলে অভিযুক্তরা জেরায় জানিয়েছে। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে। বনদফতরের গাড়িতে থাকা প্যাঙ্গোলিন দেখতে জলপাইগুড়ি আদালতে উপচে পড়লো ভিড়।