মিশরের পিরামিডের সামনে প্যান্ট খুলে পশ্চাতদেশ উন্মুক্ত করে ছবি তুলছিলেন এক মার্কিন পর্যটক। যা সেখানে উপস্থিত সুরক্ষাকর্মীদের নজরে পড়ে। তখনই তাঁকে গ্রেফতার করা হয়। ওই পর্যটকের সঙ্গে ভ্রমণ করা অন্য মার্কিন নাগরিককেও গ্রেফতার করে পুলিশ। তাঁদের কাছে নাকি সে সময় পাসপোর্ট পর্যন্ত ছিলনা। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও গিজার মত পর্যটন ক্ষেত্রে এমন অভব্য আচরণের জন্য তাঁদের মাথা পিছু ৫ হাজার মিশরীয় পাউন্ড জরিমানা গুণতে হয়। ওই মার্কিন পর্যটক পিরামিড চত্বরের মধ্যেই পশ্চাতদেশ উন্মুক্ত করে ছবি তোলার চেষ্টা করছিলেন। পুলিশ তাঁকে সেই অবস্থায় গ্রেফতার করে। গ্রেফতারের পরে দেখা যায় ওই পর্যটক মদ্যপ অবস্থায় রয়েছেন।