বিনোদন

পুজোয় শহরে আসছে নতুন ব্যোমকেশ

পুজোয় বাংলা সিনেমার দর্শকদের জন্য আসছে নতুন ব্যোমকেশ। প্রতি বছরই পুজোর সময় সিনেমাপ্রেমীদের জন্য থাকে একগুচ্ছ নতুন বাংলা ছবি। এবারেও তার অন্যথা ঘটছে না। ইতিমধ্যেই ‘পাসওয়ার্ড’ ও ‘গুমনামি’ মুক্তির খবর পাওয়া গিয়েছে। এই তালিকায় এবার আসল ব্যোমকেশ বক্সির নতুন ছবিও। জানা যাচ্ছে, পুজোর সময়েই মুক্তি পেতে চলেছে পরিচালক সায়ন্তন ঘোষাল-এর ‘সত্যান্বেষী ব্যোমকেশ’। পরিচালক নিজের ফেসবুকের মাধ্যমে একথা জানান। একই সঙ্গে ছবির নতুন একটি পোস্টারও মুক্তি পেয়েছে। পোস্টারে দেখা যায় নতুন ব্যোমকেশ-কে। এর আগে দর্শক ব্যোমকেশের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত-কে দেখেছেন। তবে এবার পরিচালক তাঁর ব্যোমকেশ হিসেবে বেছে নিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়কে। অজিতের চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নীল দত্ত। ছবিটি প্রযোজনা করেছে গ্রিনচাট এন্টারটেনমেন্ট। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘মগ্নমৈনাক’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। এই সিনেমার চিত্রনাট্য লেখার গুরুদায়িত্ব নিয়েছেন পর্দায় ব্যোমকেশ বক্সি-র অন্যতম পরিচালক অঞ্জন দত্ত। ‘মগ্নমৈনাক’-এর পটভূমিকা স্বাধীনতার ঠিক পরের। গল্পে মিশে রয়েছে দেশদ্রোহিতার গন্ধ। সন্তোষ সমাদ্দারের বাড়িতে থাকে হেনা। অথচ সে সন্তোষবাবুর কেউ হয় না। লতায়-পাতায় আত্মীয়ও নয়। কিন্তু বাড়ির লোক যা সুবিধা পায় না, সেই সুবিধা ভোগ করে হেনা। এই হেনা হঠাৎই একদিন ছাদ থেকে পড়ে মারা যায়। রহস্যোদঘাটনের কাজে নেমে পড়েন ব্যোমকেশ। সঙ্গে তাঁর চিরন্তন সঙ্গী অজিত। তদন্তে করতে গিয়ে জানা যায় বাড়ির দুই ছেলে যুগল আর উদয়ের নজর ছিল হেনার দিকে। সন্তোষবাবুর সেক্রেটারি রবি বর্মাও সন্দেহের বাইরে ছিল না। ক্রমে জানা যায় এক বাঁশিওয়ালার খবর। শহরের অন্য এক প্রান্তে খোঁজ মেলে একটি ঘরের। যার চাবি ছিল হেনার কাছে। কিন্তু ঘরের ব্যাপারে ঘুণাক্ষরেও জানত না কেউ। এই নিয়েই রহস্য ক্রমে জট বেঁধেছে ‘মগ্নমৈনাক’-এ।