হক জাফর ইমাম, মালদা; পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ৬৮ টি দুর্গাপূজা কমিটির উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করলেন পুরাতন মালদা পৌরসভার নিজস্ব কনফারেন্স হলে পুরাতন মালদা পৌরসভার পুরপ্রধান কার্তিক ঘোষ। এই দিনের বৈঠকে পৌর প্রধান কার্তিক ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা মালদা থানা আইসি শান্তি নাথ পাঁজা, পুরাতন মালদা বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সনাতন দাস ,মালদা দমকল বিভাগের আধিকারিক সহ আগত ৬৮ টি দূর্গা পুজো কমিটির সদস্যবৃন্দ ।আজকের এই বৈঠকের যে উদ্দেশ্য তা বিস্তারিতভাবে আলোচনা হয়। বৈঠকে আলোচ্য বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল যে, পৌরসভার অন্তর্গত যেসব পুজো কমিটি রয়েছে তাদের সরকারি নিয়ম আইন মেনে পুজো করতে হবে ,বিদ্যুৎ সংযোগের বিষয়ে বিদ্যুৎ দপ্তরে অনুমতি নিতে হবে, দমকল বিভাগের অনুমতি নিতে হবে এছাড়াও ক্লাব উদ্যোক্তাদের প্রতি আবেদন রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে ,যাতে করে রাস্তায় জোর করে চাঁদা না তোলা হয়। রাস্তা বন্ধ করে যেন কোন পুজোর প্যান্ডেল না হয় এবং মণ্ডপে মণ্ডপে যেন ডিজে মাইক অতিরিক্ত মাত্রায় যেন না বাজানো হয় ,এছাড়াও অনলাইনে পুজো উদ্যোক্তারা কিভাবে অনুমতি নিবে সেসব বিষয় এ বৈঠকে আলোচনা হয় । বৈঠক শেষে পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ পুজো কমিটির সদস্যদের প্রতি আবেদন রাখেন যে যেন তারা মণ্ডপে মণ্ডপে কিছু সচেতনতা মূলক ফ্লেক ফেস্টুন ব্যবহার করে এবং মাইকের মাধ্যমে যেন প্রচার করা হয় যেমন, সেভ ড্রাইভ সেভ লাইফ, জল অপচয় বন্ধ করুন, প্লাস্টিক বর্জন করুন এবং নিজের নিজের এলাকায় চারা গাছ লাগিয়ে পরিবেশ সতেজ রাখুন ও সম্প্রীতি বজায় রাখুন ,এসব বিভিন্ন ধরনের বার্তা যেন মন্ডপের মাধ্যমে আগত দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। বৈঠক শেষে ক্লাব উদ্যোক্তাদের প্রতি পৌর প্রধান একটি আনন্দের সংবাদ ঘোষণা করেন যে, পৌরসভার অন্তর্গত যে ৬৮ টি পুজো কমিটি রয়েছে সব পুজো কমিটিকে ৩০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে এবং পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বিভাগে প্রতিমা, মন্ডপ ও পরিবেশ বিভিন্ন দিকের উপরে প্রতিযোগিতামূলক আর্থিক পুরস্কার ঘোষণা করেন, তারমধ্যে সেরা দশে দশটি পুজো কমিটিকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে ও সেরা পাঁচে পাঁচটি ক্লাবকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। পৌরপ্রধানের এই ঘোষণার পরেই পুজো উদ্যোক্তাদের মনে আনন্দ ফুটে ওঠে সবশেষে সকল অতিথিবৃন্দ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে পূজার কটা দিন যেন ভালো কাটুক এই বার্তা দিয়ে দুর্গাপুজো বৈঠকের সমাপ্ত হয়।