দেশ

প্রয়াগরাজের মহাসঙ্গমে ‘পুণ্য়স্নান’ করতে যাচ্ছেন মোদি-শাহ

আগামী 2 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে চতুর্থ শাহী স্নানের ঠিক তিনদিন পর 5 ফেরব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মহাকুম্ভ মেলায় যাওয়ার কথা ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও মহাসঙ্গমে ‘পুণ্য়’ ডুব দিতে যাচ্ছেন, তবে তিনি তৃতীয় শাহী স্নানের আগেই যোগীরাজ্যে পৌঁছে যাবেন ৷ তাঁর ‘পুণ্য’ ডুব দেওয়ার কথা 29 জানুয়ারি ৷ অমিত শাহ তাঁর সময়সূচি অনুযায়ী মহাকুম্ভে শুধুই অংশ নেবেন তা নয়, সঙ্গমে পবিত্র ডুব দেবেন, গঙ্গা পুজোও করবেন ৷ এছাড়া, সেখানে অস্থায়ী আখড়ায় থাকা সাধুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, 1 ফেব্রুয়ারি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও 10 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর মহাকুম্ভে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ভিভিআইপিদের আগমন উপলক্ষে ইতিমধ্যেই কড়া প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যদিও সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও রাষ্ট্রনেতার সফরের যাওয়ার কথা জানানো হয়নি ৷ উল্লেখ্য, উত্তরপ্রদেশ সরকারের তথ্য অনুসারে, 20 জানুয়ারি পর্যন্ত, 88.1 (8 কোটি 80 লক্ষেরও বেশি পুণ্যার্থী) ইতিমধ্যে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র সঙ্গমে ডুব দিয়েছেন। এপ্রসঙ্গে জেনে রাখা দরকার, 144 বছর পর প্রয়াগরাজে যে বিরলযোগে যে মহাকুম্ভমেলা আয়োজন হচ্ছে তার পবিত্র স্নানের শুভ সময়গুলি হল:

  • প্রথম শাহী স্নান হয় 13 জানুয়ারি 2025, যা অনুষ্ঠিত হয়ে গিয়েছে ৷ প্রথম দিনে প্রায় দেড় কোটি পুণ্যার্থী সেদিন মহাসঙ্গমে ডুব দেন ৷
  • প্রথম পবিত্র স্নান হয় 14 জানুয়ারি 2025, যা মকর সংক্রান্তি উপলক্ষে।
  • তৃতীয় পবিত্র স্নান অনুষ্ঠিত হবে 29 জানুয়ারি 2025, মৌনি অমাবস্যা উপলক্ষে। উল্লেখ্য, তৃতীয় পবিত্র শাহী স্নানের দু’দিন আগেই অমিত শাহ প্রয়াগরাজে পৌঁছবেন ৷
  • 2025 সালের 2 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উপলক্ষে চতুর্থ শাহী স্নান অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিকঠিক থাকলে, এর তিনদিন পর মোদি মহাকুম্ভ মেলায় যাবেন ৷
  • পঞ্চম পবিত্র স্নান অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি 2025 মাঘ পূর্ণিমা উপলক্ষে।
  • ষষ্ঠ পবিত্র ও শেষ পবিত্র স্নান যা 2025 সালের 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠিত হবে।