বিদেশ

ফের একবার ট্রাম্প সরকার, হিউস্টনে ঘোষণা মোদির

হিউস্টন: এক মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একাধারে ট্রাম্পের প্রশংসায় যখন পঞ্চমুখ মোদি, তখনই পাল্টা দিলেন ট্রাম্প। ৫০ হাজার মানুষ এবং বিশ্বের তাবড় সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিলেন মোদি সম্মানীয় ব্যক্তি। শুধু তাই নয়, বিশ্বস্ত বন্ধু বলেও মন্তব্য করেন আমেরিকার রাষ্ট্রপতি। মোদি বললেন, ‘আবকি বার ট্রাম্প সরকার।’ পাশাপাশি বিশ্ব রাজনীতি-অর্থনীতিতে ট্রাম্পের ভূমিকা উল্লেখযোগ্য বলেও মন্তব্য করেন মোদি।হিউস্টনের সমাবেশ অভূতপূর্ব বলেও মন্তব্য করেছেন মোদি। মঞ্চে ট্রাম্পকে পাশে রেখে মোদি বলেন, ‘আপনি আপনার পরিবারের সঙ্গে আমাকে পরিচিত করিয়ে দিয়েছিলেন। আজ আমার পরিবারের সঙ্গে আপনাকে পরিচিত করাচ্ছি।’ এই কথা বলে আপামর ভারতবাসীর উদ্দেশে হাত তুলে দেখান ভারতের প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন মোদি। বলেন, ‘আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ট্রাম্প।’ মোদির পর ভাষণ দিতে উঠে পাল্টা মোদির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমেরিকার অন্যতম বিশ্বস্ত এবং প্রকৃত বন্ধু মোদি।’ ভারতের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি। ট্রাম্প বলেন, ‘মোদির সঙ্গে কাজ করতে চাই।’ পাশাপাশি তিনি আশ্বস্ত করে জানান, আমেরিকা সবসময় ভারতের পাশে রয়েছে। শুধু তাই নয়, মোদির নেতৃত্বাধীন একটা শক্তিশালী গণতন্ত্রকে দেখেছে ভারত। ৩ কোটি গরিবের ক্ষমতায়ন ঘটিয়েছেন মোদি বলেও জানান ট্রাম্প। তবে, দু’দেশেরই অনুপ্রবেশের সমস্যা আছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর মতে, মোদি আমন্ত্রণ জানালেই তিনি ভারতে যাবেন।