কলকাতাঃ ফের স্কুলের শৌচাগারে আত্মহত্যার পরিকল্পনা । ব্লেড নিয়ে শৌচাগারে পৌঁছেও গেছিল। হাতের শিরা কাটার চেষ্টাও করে ক্লাস টেনের ওই ছাত্রী। কিন্তু, স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় শেষ রক্ষা। ক্লাস শেষ হওয়ার পর শৌচাগারে যায় ওই ছাত্রী । ৫ মিনিট হয়ে যাবার পরেও সে বাইরে আসেনি। কৃত্তিকার ঘটনার পর থেকেই সিসিটিভি-র দিকে কড়া নজর রাখতে শুরু করেছে বিভিন্ন স্কুল। বালিগঞ্জের এই স্কুলটিও ব্যতিক্রম নয়। বেশ কিছুক্ষণ পরও ওই ছাত্রী শৌচাগার থেকে বেরিয়ে আসছে না, সেটা জানা যায় সিসিটিভি দেখেই। তৎপর হয় স্কুল কর্তৃপক্ষ। অশিক্ষক কর্মীরা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় ছাত্রীটিকে। দেখা যায়, ব্লেড দিয়ে হাতের শিরা কাটার চেষ্টা করেছে সে। তবে গভীর ক্ষত হয়নি। বেশ কিছুক্ষণ পরে স্কুলে আসেন ছাত্রীটির মা। তিনি জানান মানসিক অবসাদে ভুগছে মেয়ে । চিকিৎসাও চলছে। নিয়মিত ওষুধ খায়। তবে ঘটনার দিন সে ওষুধ খায়নি।