জেলা

বনগাঁ লোকালে বোমাতঙ্ক

বনগাঁ লোকালে বোমাতঙ্ক। আপ ট্রেনে একটি বস্তু ঘিরে তীব্র বোমাতঙ্ক তৈরি হয়েছে। মহিলা কামরায় এই আতঙ্ক তৈরি হয়েছে। মধ্যমগ্রাম স্টেশনে থামিয়ে রাখা হয়েছে লোকালটিকে। সমস্ত যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। আতঙ্কে কিছু যাত্রীদের মধ্যে ছটাছুটি শুরু হয়েছে। জানা গিয়েছে, রাত ৯.০৪ মিনিটে বনগাঁ গামী ওই ট্রেনটি শিয়ালদহ স্টেশন ছাড়ে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া যায়। দাবিদারহীন সেই ব্যাগ ঘিরেই ছড়ায় আতঙ্ক। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে।

রাত পৌনে দশটা নাগাদ ট্রেনটি মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছলে কোনও ঝুঁকি না নিয়ে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে ওই পরিত্যক্ত ব্যাগ ঘিরে রাখে রেল পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তল্লাশিতে অবশ্য ব্যাগের ভিতরে ফাঁকা টিফিন কৌটো, চামচের মতো কয়েকটি জিনিস পাওয়া যায়। ঘটনার জেরে প্রায় দু’ ঘণ্টা ট্রেনটি মধ্যমগ্রামেই আটকে থাকে। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই ট্রেন থামিয়ে খালি করা হয়েছে। তল্লাশি চালিয়ে কিছু পাওয়া না গেলে ওই ট্রেনটিকেই ফের বনগাঁর উদ্দেশ্যে রওনা করা হব। মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় বিপাকে পড়েন বেশ কয়েক হাজার যাত্রী।