জেলা

বর্ধমান স্টেশনে ট্রেন ধরতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত ১১

বর্ধমানঃ আজ দুপুর সাড়ে ৩টে নাগাদ বর্ধমান স্টেশনে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আহত হলেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে ১১জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ২ শিশুও রয়েছে। জানা গেছে, চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল আপ পুরুলিয়া লোকাল। অন্যদিকে এই সময় পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে ডাউন পূর্বা এক্সপ্রেস। চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওঠা নামার জন্য একটাই মাত্র সিঁড়ি। দু’টি ট্রেনের যাত্রীদের মধ্যে ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে অনেকেই পড়ে যান। পড়ে যাওয়া যাত্রীদের উপর দিয়ে ছুটতে থাকেন অন্য যাত্রীরা। রেলপুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। একজন মহিলা যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। যাত্রীরা অভিযোগ করেন, স্টেশনের চার ও পাঁচ নম্বর প্লাটফর্মে নামা বা ওঠার একটাই মাত্র সিঁড়ি। অন্য যে সিঁড়ি আছে তা এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে। কারণ সেখানে চলমান সিঁড়ি তৈরির কাজ চলছে। একটা মাত্র সরু সিঁড়ি দিয়ে ওঠানামার ফলে প্রায় প্রতিদিনই এ রকম হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কির ঘটনা ঘটছে।