দিল্লির বায়ুদূষণ নিয়ে শুধু দেশ নয়, গোটা পৃথিবী জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে। স্কাইমেট নামে একটি বেসরকারি আবহাওয়া বিশেষজ্ঞ সংস্থা গোটা পৃথিবীর বায়ুদূষণের মাত্রা নিয়ে একটি সমীক্ষা করেছে। তাদের সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, ভারতের রাজধানী শহর দিল্লিতে বায়ুদূষণ সব থেকে বেশি। পাঁচ নম্বরে রয়েছে কলকাতা। আর মুম্বই রয়েছে ন’নম্বরে। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স হল (একিউআই) ৫২৭। কলকাতার একিউআই হল ১৬১। আর মুম্বইয়ে ১৫৩। স্কাইমেটের এই সমীক্ষার আগে সম্প্রতি আইকিউ এয়ার ভিজুয়ালও দিল্লি নিয়ে মারাত্মক রিপোর্ট দিয়েছিল। তাতেও বলা হয়েছে, দিল্লিতে বায়ুদূষণের মাত্রা গোটা পৃথিবীর সব শহরের মধ্যে সব থেকে বেশি। স্কাইমেট জানাচ্ছে, দিল্লিতে গত ৯ দিন ধরেই ভয়াবহ পরিস্থিতি চলছে। বায়ুদূষণের মাত্রা এতটাই যে তা মানুষের শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।