‘বিজেপিকে ভোট দিন। ক্ষমতায় এলে দিল্লিতে কোনও শাহিনবাগ থাকবে না।’ শাহিদবাগের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা তো আগেই করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শাহিনবাগের আন্দোলনকে রাজনৈতিক ফায়দা তোলার কাজে ব্যবহার করতে চাইছেন তিনি। দিল্লির বাবারপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে তিনি বলেন, বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দিল্লির উন্নতি করবে৷ দেশকে সুরক্ষিত করবে৷ শাহিনবাগের মতো ঘটনা প্রতিহত করবে৷ প্রায় এক মাস ধরে দিল্লির প্রবল ঠান্ডা উপেক্ষা করে শাহিনবাগে জড়ো হয়েছেন কাতারে কাতারে মহিলা ও শিশু৷ নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভে উত্তাল সারা দেশ৷ শুক্রবার অমিত শাহ প্রায় একই ধরণের মন্তব্য করেছিলেন শাহিনবাগ প্রতিবাদ নিয়ে৷ জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি এমন ভাবে ভোটিং যন্ত্রে বটন টিপুন যাতে সেই রাগের আগুন পৌঁছে যায় শাহিনবাগে৷ রবিবার অমিত শাহ আপ নেতা কেজরিওয়াল ও কংগ্রেসকে একহাত নেন৷ বলেন, আপনারা কি তাঁদের ভোটব্যাঙ্ক? যারা দেশকে ভাঙতে চাইছে, সেই টুকরে টুকরে গ্যাংকে সমর্থন করছেন কেজরিওয়াল।