কলকাতা

বিজেপির লালবাজার অভিযান ঘিরে রণক্ষেত্র

বাংলার আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে আজ লালাবাজার অভিযানের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। সেই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ দলের ভারপ্রাপ্ত জাতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু শেষ পর্যন্ত খুব একটা শান্তিপূর্ণ হল না বিজেপির এই কর্মসূচি। এদিন লালবাজারের আগেই, সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল আটকায় পুলিশ। সেখানেই প্রথমে তর্কাতর্কি ও পরে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে বিজেপির সমর্থকরা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালাতে হয় পুলিশকে। ছবিতে দেখা গিয়েছে, বিজেপির সমর্থকরা এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন। সেখানেই শুরু হয় প্রাথমিক গণ্ডগোল।  এদিন মিছিলের একেবারে গোড়ার দিকে ছিলেন বিজেপির মহিলা কর্মীরা। আর তাই প্রচুর পরিমাণে মহিলা পুলিশও নিয়ে আসা হয়েছিল। কিন্তু মিছিল পুরোদমে শুরু হওয়ার আগেই এদিনসকলের নজর এড়িয়ে একেবারে লালবাজারের সামনে পৌঁছে যান বিজেপির মহিলা সমর্থকরা। সেখানে রাস্তায় বসে পড়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ৩০ জন মহিলা সমর্থকরে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।  ‌