দেশ

বিজেপি শাসিত রাজ্যে গণপ্রহারে মৃত অবসরপ্রাপ্ত সেনা অফিসারের

গণপ্রহারে নিয়ে কয়েককদিন আগেই বিশিষ্টজনরা চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। যার উত্তরে কড়া জবাব দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার গণপ্রহারে মৃত্যু হল অবসরপ্রাপ্ত সেনা অফিসারেরই। শনিবার রাতে উত্তর প্রদেশের অমেঠি জেলার কমরৌলি থানা এলাকার গোড়িয়া কা পূর্বা গ্রামে ঘটনাটি ঘটলেও রবিবার পুলিসে অভিযোগ দায়ের হয়। মৃত্যু হয়েছে ৬৪ বছরের অবসরপ্তাপ্ত সেনা ক্যাপ্টেন আমানুল্লাহ্‌-র। বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানির সংসদীয় এলাকা আমেঠিতে প্রাক্তন সেনা ক্যাপ্টেনের মৃত্যুর নেপথ্যে কোন কারণ রয়েছে তার তদন্ত করে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ডাকাতি রুখতে গিয়েছিলেন আমানুল্লাহ।আর তার জেরেই মারধর চলে। দুষ্কৃতীরা সোজা তাঁদের বাড়িতেই ঢুকে পড়ে আমানুল্লাহ্‌-কে হাত-পা বেঁধে মাথায় লাঠির বাড়ি মারে, শ্বাসরোধ করার চেষ্টা করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অবসরপ্রাপ্ত ক্যাপ্টেনের। এরপরই পালায় আততায়ীরা।