নয়াদিল্লিঃ ভারী বৃষ্টিতে যমুনার জলস্তর আচমকা বেড়ে গিয়েছে অনেকটাই। তার উপর যমুনানগর জেলার হাথনীকুন্ড বাঁধ থেকে জল ছাড়ায় যমুনার জল এখন বিপদসীমার উপর দিয়েই বইছে। ফলে বন্যা সতর্কতা জারি হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা,
পঞ্জাবের বেশ কিছু জায়গায়। পরিস্থিতির মোকাবিলায় সোমবারই জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে দিল্লি সরকার।
Delhi Government has called for an emergency meeting of concerned officials in wake of the rising water level in the national capital. Delhi CM Arvind Kejriwal will chair the meeting. (File pic) pic.twitter.com/XxsnTbNbrP
— ANI (@ANI) August 19, 2019