দেশ

বিহার ও উত্তর প্রদেশে স্ট্রং রুমের সামনে বিক্ষোভ

আগামী ২৩ তারিখ সারা দেশে ভোটগণনা। তার আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখানো হয়েছে বিহার এবং উত্তর প্রদেশের কয়েকটি এলাকার স্ট্রং রুম থেকে বহু ভোটবন্দি ইভিএম সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই ইভিএমগুলি নিয়ে গিয়ে ব্যালটে কারচুপি করে সব ভোট নিজেদের নামে করে নেবে বিজেপি, এই দাবিতে এরপর সোমবার রাতেই স্ট্রং রুমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে দুই রাজ্যের বিরোধী দল। উত্তর প্রদেশের চান্দৌলি, মউ এবং গাজিপুরে বিক্ষোভ দেখায় বিএসপি কর্মী, সমর্থকরা। বিএসপি–র মউ জেলার রাজ্য সভাপতি রাজীব কুমারের নেতৃত্বে মউ–তে এবং গাজিপুরে বিএসপি কর্মী আফজল আনসারির নেতৃত্বে বিক্ষোভ হয়। রাজীব কুমারের দাবি, সোশ্যাল মিডিয়ার ফুটেজ দেখেই তাঁরা ইভিএম পাহারা দিতে এই বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ, তাঁরা আশাবাদী, রাজ্যবাসী সপা–বিএসপি–আরএলডি জোটের পক্ষেই রায় দিয়েছেন। মউ–এর পুলিস সুপার সুরেন্দ্র বাহাদুর পরে জানান, কয়েকজন লোক স্ট্রং রুমের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দিয়েছে পুলিস।