কলকাতা

বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের, নির্দেশিকা জারি রাজ্যের

কলকাতাঃ বেতন বাড়ল প্রাথমিক শিক্ষকদের। আজ রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল বেতন বাড়ানোর সিদ্ধান্ত। শিক্ষকদের আন্দোলনে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের বেতন প্রাথমিক স্তরে ১৯০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,৫০০ টাকা করা হল। এদিন বিজ্ঞপ্তি জারি করে সরকারে পক্ষ থেকে ঘোষণা করা হল- প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে

বেড়ে হল ৩৬০০। এই বৃদ্ধি প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের জন্য। আর অপ্রশিক্ষিতদের গ্রেড পে হল ২৯০০। আগে গ্রেড পে ছিল ২৩০০ টাকা। প্রাথমিক শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ১ অগাস্ট থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে। প্রাথমিক শিক্ষকরা সল্টলেকের বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন। তাঁদের দাবি, অন্য রাজ্যের মতো বেতন পরিকাঠানো চালু করতে হবে। অন্যদিকে দাবি মেনে বেতন বাড়িয়েছে রাজ্য সরকার ফলে তারপরই অনশন তুলে নিলেন প্রাথমিক শিক্ষকরা ৷ ১৪ দিনের মাথায় উঠল এই অনশন  ৷এটাকে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা তাঁদের নৈতিক জয় হিসেবেই দেখছেন।