জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করেন অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায় সহ ছয় বিশিষ্ট ব্যক্তি। সোমবার ভাটপাড়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অপর্ণা সেন বলেন, মুখ্যমন্ত্রী ভাটপাড়া শান্তি ফেরাতে যে সব আশ্বাস দিয়েছিলেন তার রূপায়ন সম্পর্কে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়েছে। লোকসভা ভোটের ফল প্রকাশের পর উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া কাকিনাড়া অঞ্চল। তখন ঐ এলাকার সফর করে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে চিঠি
দিয়েছিলেন বিশিষ্টজনেরা। তখন এলাকায় শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রী তাদের বেশ কিছু আশ্বাস দেন।সম্প্রতি ফের ওই বিশিষ্টজনেরা ভাটপাড়া সফর করেন। অপর্ণা সেন বলেন, ‘মুখ্যমন্ত্রী কিছু ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তার কতদূর কি হয়েছে সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিতে এসেছিলাম। বর্ষা এসে গেছে ,ওই এলাকার মানুষদের দুর্গতি বাড়ছে। যেন দ্রুত সব আশ্বাস কার্যকর করা হয় সে ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে।’ মুখ্যমন্ত্রী এ বিষয় দ্রুত পদক্ষেপ করার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছেন বলে অপর্ণা সেন জানান। কাশ্মীরে ৩৭০ ধারা উঠিয়ে দেবার প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।