কলকাতা

ভাটপাড়ার শান্তি ফেরাতে দলের রং না দেখে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের একবার ভাটপাড়া-জগদ্দল এলাকায় অশান্তির জেরে গোটা এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে। ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশের অবস্থান নিয়েও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারের কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন।  তিনি বলেছেন, দলের রং না দেখে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। এবং একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভাটপাড়া এলাকার জনজীবন স্বাভাবিক করতে হবে। এই মর্মে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়েছেন, ভাটপাড়ায় অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে। একইসঙ্গে সমাজবিরোধীরা এই ঘটনায় জড়িত বলে স্বরাষ্ট্র সচিব দাবি করেছেন।