কলকাতাঃ আজ ভাটপাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে রিপোর্ট জমা দিলেন অভিনেতা কৌশিক সেন। সোমবার তিনি মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে গিয়ে ভাটপাড়া নিয়ে রিপোর্ট দিয়ে আসেন। তিনি জানান ভাটপাড়ার সামগ্রিক পরিস্থিতি কী ছিল। আর কী কী ব্যবস্থা নেওয়া উচিত, সেই সংক্রান্ত পরামর্শও দেন কৌশিক সেন। বুদ্ধিজীবী দলের প্রতিনিধি হিসাবে কৌশিক সেন গিয়েছিলেন ভাটপাড়া। সেই অভিজ্ঞতাই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করলেন নবান্নে গিয়ে। ভাটপাড়ার সামগ্রিক পরিস্থিতি কী দেখে এসেছিলেন তা রিপোর্ট আকারে জানান তিনি। বুদ্ধিজীবীদের পক্ষ থেকে দেওয়া একটি চিঠি আজ কৌশিক সেন মুখ্যমন্ত্রীর হাতে দেন। মুখ্যমন্ত্রীও একটি চিঠি দিয়েছেন বুদ্ধিজীবীদের। সরকার ভাটপাড়া নিয়ে কী কী করেছে, ও করছে, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।