বিজেপি-র হাতছাড়া হল ভাটপাড়া পৌরসভা । আজ আস্থাভোটে জয়ী হয়ে ভাটপাড়া পৌরসভার পুনর্দখল নেয় তৃণমূল । পুরসভায় অনাস্থা প্রস্তাব এনে ১৯–০ ভোটে ভাটপাড়া পুরসভা পুনর্দখল করল তৃণমূল। নবনির্বাচিত বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় এলাকা ভাটপাড়া। নিয়ম ভেঙে ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূল, এই অভিযোগে হাইকোর্টে যাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার সকালেই তৃণমূল কাউন্সিলরদের তলবি সভা ডাকা হয়েছিল। বিজেপির পক্ষ থেকে শাসকদলের কাউন্সিলরদের ডাকা তলবি সভাকে বেআইনি বলে দাবি করা হয়েছে। অন্যদিকে জেলা তৃণমূলের বক্তব্য, আইন মেনেই মহকুমাশাসককে চিঠি দিয়ে সভা ডাকা হয়েছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, ‘এই তলবি সভা বেআইনি। আমরা এর জবাব আইনের মাধ্যমে দেব। ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং আগেই তলবি সভার চিঠি দিয়েছে। ফলে এর আগে বৃহস্পতিবার তৃণমূলের তলবি সভা বেআইনি।’ জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘অর্জুন সিংয়ের ক্ষমতা নেই এই তলবি সভা আটকানোর। ভাটপাড়া পুরসভা আমরা দখল করবই। তলবি সভা বৃহস্পতিবার হবেই। এটা বেআইনি নয়।’