দেশ

ভারী তুষারপাত সোপিয়ান, পুলওয়ামায়, ব্যাপক ক্ষতি আপেল চাষে

তুষারপাত হচ্ছে সোপিয়ান, পুলওয়ামায়। রাস্তাঘাট ঢেকেছে বরফে। ব্যাহত যান চলাচল। সড়ক পরিবহণ তো বটেই তুষারপাতের জেরে ব্যাহত রেল পরিবহণও। ভারী তুষারপাতের জেরে ফের সুনসান রাস্তাঘাট। এই তুষারপাতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আপেল চাষিদের। গাছের ডালপালা ভেঙে ফলনে অনেক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এক চাষি। তাঁর কথায়, “৩৭০ রদের পরে ব্যবসায় টান পড়েছিল। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই ফের লোকসান হচ্ছে। নভেম্বরে এত ভারী তুষারপাত সাধারণত হয় না। বরফ জমে আপেল গাছের ডালপালা ভেঙে যাচ্ছে। ফলন প্রায় ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে।”