বিদেশ

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান, মৃত ৫, জখম ১২০

ভূমিকম্পে কেঁপে উঠল ইরানের বিস্তীর্ণ অঞ্চল। এর জেরে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ১২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইরানের উত্তর-পশ্চিম প্রান্তে। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৫.৯। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত দুটো ১৭ মিনিট নাগাদ পূর্ব আজারবাইজান প্রদেশের হাস্তরুদ শহর থেকে ৫৭ কিলোমিটার দূরে ভূমিকম্প হয়। এর উত্‍সস্থল ছিল মাটির থেকে ১০ কিলোমিটার ভিতরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ভূমিকম্পে কেঁপে ওঠে ইরানের বিস্তীর্ণ অঞ্চল। এরপর মোট পাঁচবার আফটার শকের সাক্ষী থাকেন স্থানীয় বাসিন্দারা। এদিকে এই ভূকম্পনের ফলে ৩টি গ্রামের প্রায় ৩০ হাজার বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত অন্তত ৫জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ১২০ জন।