দেশ

ভোট ফুরোতেই বাবুয়ার হাত ছেড়ে বার্তা বুয়ার

আজ মায়াবতী জানান, জোটে কোনও লাভ হয়নি তাদের। উপরন্তু যাদব ভোট না পাওয়ায় বসপার ভোটব্যাঙ্কে চিড় ধরেছে। মায়াবতী এ দিন অভিযোগ করেন, সমাজবাদী পার্টির কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। যে কারণে কৌনজ থেকে অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবকে হারতে হয়েছে বলে দাবি মায়াবতীর। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখলিশে যাদবের দুই ভাইপো অক্ষয় ও ধর্মেন্দ্র যাদবও পরাজিত হয়েছেন। এ দিন সাংবাদিক বৈঠকে বহেনজি বলেন, ‘উত্তর প্রদেশে মাটি ফিরে পেতে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছিলাম। দুর্ভাগ্যবশত কাজ করেনি।’ তাঁর স্পষ্ট বার্তা, ‘বসপার ভোট কোনওভাবে হারানো যাবে না। ডিম্পল যাদব যেখানে হেরে গেছেন, জোট নিয়ে ভাববার বিষয় রয়েছে।’ যদিও জোট ভাঙা নিয়ে মায়াবতী বলেন, ‘চিরস্থায়ী সিদ্ধান্ত নয়। এই মুহূর্তে একা চলাই আমাদের পক্ষে সুবিধাজনক।’