কলকাতা: তিন থেকে ১০ অক্টোবর এই সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এমনই পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। পঞ্চমীর ভোর থেকেই বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। প্রথমে মেঘের গর্জন আর তারপর কাকভোর থেকেই শুরু হয় বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টি।সকাল সাতটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫.৯ মিমি। আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাত্ এবার পুজোয় বৃষ্টির ভ্রুকূটি কিন্তু থাকছেই। নবমী থেকে পরিস্থিতি একটু খারাপ হতে পারে। বাড়তে পারে বৃষ্টি বাদল। এমন পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের। দশমীতেও হতে পারে বেশি বৃষ্টি। পুজোর প্রত্যেকটা দিন এবার কতটা বৃষ্টিহীন থাকে সেদিকেই তাকিয়ে বাঙালি।