হক জাফর ইমাম, মালদা: মহরমের সববিভাগেই সেরার সেরা খেতাব কেড়ে নিলো মালদা শহরের পিয়াজিমোড় মহরম কমিটির দল। বুধবার স্বেছাসেবি সংস্থা উত্তমাশার পক্ষ থেকে মালদা শহরের লাঠিখেলা দলগুলোকে পুরস্কৃত করা হয়। পোস্ট অফিস মোড়ে আনুষ্ঠানিক ভাবে মহরম কমিটি গুলোকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তমাশার কর্নধার অম্লান ভাদুড়ি, অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদক, পুলিশ সুপার অলোক রাজকিয়া, ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান নীহারঞ্জন ঘোষ, কাউন্সিলর নরেন্দ্রনাথ তেওয়ারি, কাউন্সিলর সুমালা আগারওয়াল, শুভময় বসু, আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার সম্পাদক জসিমুদ্দিন আহম্মদ প্রমুখ। প্রসঙ্গত, মালদা শহরের লাঠিখেলা দলগুলিকে উৎসাহ বাড়াতে গত ৩ বছর ধরে স্বেচ্ছাসেবী সংস্থা উত্তমশা আর্থিক পুরস্কারের পাশাপাশি ট্রফি দিয়ে আসছে। মঙ্গলবার মহরমের দশমী উপলক্ষে আটকোশী আঞ্জুমান আকবারিয়া ইসলামিয়ার পরিচালনায় পরম্পরাবাহী লাঠিখেলা ও তাজিয়ার শোভাযাত্রা নামে মালদা শহরের রাজপথে। এবছর মোট ১৬টি লাঠিখেলা দল সুসজ্জিত ট্যাবলো সহকারে লাঠিখেলা প্রদর্শিত করে। মালদা শহরের নেতাজীমোড় থেকে এলআইসি মোড় পর্যন্ত এদিন গভীর রাত পর্যন্ত ছিল লোকেলোকারন্য। উত্তমাশার পক্ষ থেকে বিচারক দিয়ে লঠিখেলা দলগুলোর মানদণ্ড বিচার করা হয়। সববিভাগেই নজর কাড়ে পিয়াজিমোড় মহরম কমিটি। বুধবার বিকেলে পিয়াজিমোড় ছাড়াও দ্বিতীয় স্থান পায় কৃষ্ণপল্লী মহরম কমিটি এবং তৃতীয় স্থান অধিকার করে হায়দারপুর মহাজনটোলা মহরম কমিটি।