দেশ

মহারাষ্ট্রে আসন কমছে বিজেপির, শিবসেনার কাঁটা নিয়ে সরকার গড়ার পথে মোদি

মহারাষ্ট্রে সরকার গড়ার পথে বিজেপি-শিবসেনা জোট।  কিন্তু অপ্রত্যাশিত হল বিজেপির আসন এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়া।  এখনও পর্যন্ত গণনার যা ছবি, তাতে বিজেপি-র আসন গত ভোটের তুলনায় কমে যেতে পারে কমবেশি ২২টি। যা দেখে এখন থেকেই পেশী ফোলাতে শুরু করে দিয়েছে বহুদিনের শরিক দল শিবসেনা।  এমনকি বালাসাহেব ঠাকরের নাতি আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবিও তুলে দিয়েছেন শিব সৈনিকরা। শুধু তাই নয়, মাতুশ্রীর (মুম্বইতে প্রয়াত বালাসাহেব তথা ঠাকরে পরিবারের বাসভবন) অন্য়তম আস্থাভাজন সৈনিক সঞ্জয় রাউত বলেছেন, মন্ত্রিসভাতেও এ বার ফিফটি-ফিফটি করতে হবে। এখন শোনা যাচ্ছে স্বরাষ্ট্র ও অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতর চাইতে পারে শিবসেনা। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০১৪ সালে একা ২৬০টি আসনে লড়ে ১২২টি আসন পেয়েছিল বিজেপি। মাত্র দু’টি আসনে সমঝোতা না হওয়ায় নির্বাচন-পূর্ব জোট ভেঙে যায় দীর্ঘদিনের দুই শরিকের।  সেই নির্বাচনে ২৮২ আসনে প্রার্থী দিয়ে শিবসেনা পেয়েছিল মাত্র ৬৩টি আসন।  ভোটের পরে ফের জোট গড়ে বিজেপি-শিবসেনা।  ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আবার জোট গড়ে দুই দল।  বার বার বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেওয়া শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরেকে বোঝাতে তাঁদের বাড়ি মাতুশ্রীতে গিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ নিজে।  লোকসভায় মহারাষ্ট্রে ৪৮টি আসন আছে, তার মধ্যে বিজেপি ২৩টি ও শিবসেনা ১৮টি আসন পেয়েছিল। এ বার বিধানসভা ভোটের আগেও দুই শরিকের মধ্যে দর কষাকষি কম হয়নি।  ভোটের ফল বের হতে দেখা যায়, বিজেপি কমবেশি একশোটি আসন পেতে চলেছে।