দেশ

মহারাষ্ট্রে পাঁচ বছর জোট সরকার থাকবে:‌ পাওয়ার

শিবসেনার পক্ষ থেকেই মুখ্যমন্ত্রী হবে। কেউ আটকাতে পারবে না। এবার বিজেপি’‌র বিরুদ্ধে বড় হুঙ্কার ছাড়ল এনসিপিও। শুক্রবার এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার দাবি করেন, এনসিপি-শিবসেনা এবং কংগ্রেসের জোট সরকার মহারাষ্ট্রে পাঁচ বছর সরকার চালাবে। সেখানে মাঝ পথে কোনও নির্বাচন হবে না। পাওয়ারের এই মন্তব্যে নতুন করে কোনও সমীকরণ দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ক্ষমতা যে তাঁরা দখল করবেই কার্যত সেকথাই বুঝিয়ে দিলেন পাওয়ার। তিনি বলেন, ‘‌সরকার গঠনের প্রক্রিয়া চলছে। এই জোট সরকার মহারাষ্ট্রে শাসন করবে আগামীদিন। সেখানে মাঝ পথে কোনও ভোট হবে না। কেউ মুখ্যমন্ত্রী পদের দাবি করলে আমরা তা নিশ্চয়ই ভেবে দেখব। ইতিমধ্যেই কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে।’‌ শারদ পাওয়ারের এই কথায় স্পষ্ট মহারাষ্ট্র থেকে বিজেপিকে ছিটকে দেওয়া হবে। তার জন্য সবরকম রণকৌশল প্রস্তুত।