মাঝরাতে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন আসানসোলের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খান। আসানসোল পুরনিগমের ৬৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে কুলটি থানার বরাকরের মানবেড়িয়া এলাকায়। সেসময় রাতের খাওয়াদাওয়া সেরে নিজের বাড়ির সামনেই পায়চারি করছিলেন শাসকদলের ওই কাউন্সিলর। হঠাত্ই বাইকে করে জনা-তিনেক দুষ্কৃতী এসে খুব কাছ থেকে গুলি করে খালিদ খানকে। প্রথমে কাউন্সিলরের পায়ে গুলি করা হয়। এবং পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয় বুকে। সঙ্গে সঙ্গে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন।