কলকাতাঃ ঠাকুরপুকুরে মাথা থেঁতলে যুবক খুন কাণ্ডে মূল অভিযুক্ত অশোক রায় ও তাঁর বন্ধু রবি দাসকে গ্রেফতার করল ঠাকুরপুকুর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, মাত্র কুড়ি টাকা নিয়ে বচসার জেরে রিকশাচালক গৌতম ঘোষকে খুন করতে তারা।জিজ্ঞাসাবাদে অশোক জানিয়েছে, গতরাতে গৌতম ঘোষের কাছ থেকে মদ খাওয়ার জন্য ২০ টাকা চেয়েছিল সে। আর তাই নিয়েই শুরু হয় বচসা। তারপর অশোকই গৌতমকে ইট দিয়ে থেঁতলে খুন করে। সেই সময় অশোককে সাহায্য করে তার বন্ধুরবি দাস।এদিকে, খুনের কারণ জানতে পেরে কপালে ভাঁজ পড়েছে দুঁদে পুলিশ আধিকারিকদের। মাত্র কুড়ি টাকার জন্য যে এভাবে কাউকে খুন করা যায় তা নিয়ে বিস্মিত তাঁরা। তবে এই ঘটনার নেপথ্যে আরও কোনও কারণ আছে নাকি এই ঘটনা একেবারেই তাৎক্ষণিক, তা জানতে তদন্ত শুরু হয়েছে।প্রসঙ্গত, বুধবার ঠাকুরপুকুরের মুকুন্দদাস পল্লিতে বছর পঁয়ত্রিশের গৌতমের মাথা থেঁতলে যাওয়া দেহ উদ্ধার হয়। রাস্তার ধারে একটা অস্থায়ী দোকানের মধ্যে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কী কারণে খুন তা তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ কুকুর আনা হয়। ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দা বিভাগ। ৪ জনকে আটক করা হয়ে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অশোক এবং বন্ধু রবিকে গ্রেফতার করে পুলিশ।