হক জাফর ইমাম, মালদা: আগ্নেয়াস্ত্রসহ ৯ দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের ঝলঝলিয়া এলাকার মহানন্দা নদীর ধার থেকে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতীদের।ধৃতদের বাড়ি কালিয়াচক, ইংরেজবাজার ও পুরাতন মালদার বিভিন্ন এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সমাজ বিরোধী কাজের অভিযোগ রয়েছে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, হাঁসুয়া, লাঠি,রডসহ বিভিন্ন জিনিস। ধৃতদের শনিবার মালদা জেলা আদালতে তুলেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।